১। ইন্টারনেটযুক্ত Smartphone or Comptuer
২। শিখার প্রতি আগ্রহ।
আরবী বিশ্ব প্রচলিত প্রধান ভাষাগুলোর মধ্যে অন্যতম ভাষা। বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রচলিত মৌলিক ও উপভাষাসহ সব ভাষায় আরবী ভাষার প্রভাব রয়েছে। অন্যান্য ভাষার সাথে আমাদের বাংলা ভাষায়ও আরবী ভাষা বিরাট একটি জায়গা করে নিয়েছে। আমরা নিত্যদিন পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয় ও সাংস্কৃতিক অঙ্গনে অসংখ্য আরবী শব্দ ব্যবহার করি। তার সাথে আরবী আমাদের ধর্মীয় ভাষা। জান্নাতের ভাষা। রাসূলে আরবী (সা.)-এর ভাষা হলো আরবী। কুরআন ও হাদীসের ভাষা আরবী। তাই ইসলাম ও মুসলমানের মৌলিক ও গুরুত্বপূর্ণ ভাষা আরবী। মুসলমানদের জীবন-যাপনের উৎসমূল হলো কুরআন; আর তা অবতীর্ণ হয়েছে আরবী ভাষায়। আল্লাহ তাআলা বলেন: ‘এইভাবে আমি কুরআন অবতীর্ণ করেছি বিধানরূপে আরবী ভাষায়।’ (সূরা রাদ: আয়াত ৩৭)।
‘এই রূপেই আমি কুরআনকে অবতীর্ণ করেছি আরবী ভাষায় এবং তাতে বিশদভাবে বিবৃত করেছি সতর্কবাণী, যাতে তারা ভয় করে অথবা এটা হয় তাদের জন্য উপদেশ।’ (সূরা তাহা: আয়াত ১১৩)।
‘আরবী ভাষায় এই কুরআন বক্রতা মুক্ত, যাতে মানুষ সাবধানতা অবলম্বন করে।’ (সূরা জুমার: আয়াত ২৮)।
‘আমিই আরবী ভাষায় কুরআন অবতীর্ণ করেছি। যেন তোমরা উপলব্ধি করতে পারো।’ (সুরা ইউসুফ: আয়াত ২)।
‘সুস্পষ্ট আরবী ভাষায় আমি কোরআন অবতীর্ণ করেছি।’ (সুরা শুআরা : আয়াত ১৯৫)।
আল্লাহ
তাআলা বার বার বলেছেন আরবী ভাষায় সতর্কবাণী হিসেবে, বিধান হিসেবে, উপদেশ
হিসেবে, সাবধানতা অবলম্বনে স্পষ্টভাবে আরবী ভাষায় কুরআন নাযিল করা হয়েছে। এ
থেকে স্পষ্ট হয় মুসলিম জীবনে আরবী ভাষা কতটুকু গুরুত্ব বহন করে। সবাই আরবী
ভাষায় দক্ষতা অর্জন করা অতি প্রয়োজন এবং কর্তব্যও বটে।
এই কোর্সটিতে আপনি যা যা শিখতে পারবনে এবং যাদের জন্য এই কোর্সটি?
১। খুব সবালীলভাবে বাংলা এবং ইংরেজি অনুবাদসহ আরবি শিখতে পারবেন।
২। ছোট-বড় সবার জন্য এই কোর্সটি।
৩। যারা আরব দেশে যেতে চান তাদের জন্য এই কোর্সটি খুবই গুরুত্বপূর্ণ।
এই কোর্সটি করার মাধ্যমে আপনি-
আমি একজন ইঞ্জিনিয়ার। বাংলাদেশ নেভাল একাডেমিতে ইন্সট্রাকটর হিসেবে কর্মরত আছি। মদিনা বিশ্ববিদ্যালয় কতৃক রচিত আরবী ভাষা শিক্ষার কিতাব, মদিনা আরবিক বুক-১ এবং ২ সম্পন্ন করেছি, বর্তমানে ৩ নং খন্ড স্ট্যাডি করতেছি আলহামদুলিল্লাহ।
কুরআন ও হাদিসের ভাষা আরবী। আল্লাহ বলেন, “আমি কুরআন নাযিল করেছি আরবী ভাষায়।” তাই কুরআন হাদিস বুঝার জন্য আমাদের আরবী ভাষা জানা জরুরী। কিছু ইমামের মতে আরবী ভাষা শিক্ষা করা ওয়াজিব। সে চিন্তা থেকে আমি আরবী ভাষা শিখতেছি এবং অন্যরা যেনো সহজে শিখতে পারে সেজন্য আরবী ভাষার উপর সহজ ও সাবলীলভাবে ক্লাস তৈরী করছি। আশাকরি আপনারা সহজে শিখতে পারবেন ইনশাআল্লাহ।
সবার জন্য আরবী ভাষা-(বাংলা এবং ইংরেজি অনুবাদসহ)
রিভিউ পাওয়া যায়নি