আমি একজন ইঞ্জিনিয়ার। বাংলাদেশ নেভাল একাডেমিতে ইন্সট্রাকটর হিসেবে কর্মরত আছি। মদিনা বিশ্ববিদ্যালয় কতৃক রচিত আরবী ভাষা শিক্ষার কিতাব, মদিনা আরবিক বুক-১ এবং ২ সম্পন্ন করেছি, বর্তমানে ৩ নং খন্ড স্ট্যাডি করতেছি আলহামদুলিল্লাহ।
কুরআন ও হাদিসের ভাষা আরবী। আল্লাহ বলেন, “আমি কুরআন নাযিল করেছি আরবী ভাষায়।” তাই কুরআন হাদিস বুঝার জন্য আমাদের আরবী ভাষা জানা জরুরী। কিছু ইমামের মতে আরবী ভাষা শিক্ষা করা ওয়াজিব। সে চিন্তা থেকে আমি আরবী ভাষা শিখতেছি এবং অন্যরা যেনো সহজে শিখতে পারে সেজন্য আরবী ভাষার উপর সহজ ও সাবলীলভাবে ক্লাস তৈরী করছি। আশাকরি আপনারা সহজে শিখতে পারবেন ইনশাআল্লাহ।